স্টাফ রিপোর্টার : নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা হক, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’ উপ-সহকারী পরিচালকই মারজানা আক্তার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্ল্যা পাটওয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম খান, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর খালেদা খানম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিজাম উদ্দিন, কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার তাপস কুমার দাস, জসীম উদ্দিন, বিএডিসি সার ও বীজ ডিলার মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী।
আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় আয়োজিত ১০টি স্টল পরিদর্শন করেন।