বিশেষ প্রতিনিধি ॥ লোকাল গভর্ন্যাস সাপোর্ট প্রজেক্ট-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতিকরণ বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও পায়কট বাংলাদেশ সহযোগিতায় কর্মশালায় উপ-পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর রিয়াজ উদ্দিন আহমেদ, পায়কট বাংলাদেশের ওয়ার্কসপ কো-অর্ডিনেটর শামসুদ্দোহাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
কর্মশালায় জানানো হয়- চাঁদপুরে এলজিএসপি-৩ প্রকল্প ২০১৭ সালের ১লা জানুয়ারিতে শুরু হয়ে ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেষ হবে। জেলায় ইতোমধ্যে ৪ হাজার ৫শ’ ২০টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নকৃত প্রকল্পের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক সংস্কার, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপরকরণ সরবরাহ, গণসৌচাগার নির্মাণ, গভীর ও অগভীর নলকূপ স্থাপন, ঘাটলা নির্মাণ, সেচ ড্রেন নির্মাণ, বাজারের গলি পাকাকরণ, বাজারের শেড নির্মাণ, কৃষকদের জন্য শেড নির্মাণ, বৃক্ষরোপন, রিটার্নিং ওয়াল নির্মাণ, খাল খনন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কম্পিউটার সামগ্রী সরবরাহ ও নারীদের সেলাই মেশিন সরবরাহ করা হয়।