হাজীগঞ্জ প্রতিনিধি: হাজীগঞ্জের এনায়েতপুর সাইনবোর্ড এলাকা হতে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুরের সাইনবোর্ড এলাকায় এক যুবককে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত যুবক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিয়ালোরা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মামুন (১৮) ।
হাজীগঞ্জ থানা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।