চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে প্রথমবারের মত বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা আহ্বায়ক কমিটি নানাহ কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার দুপুরে শহরের আব্দুল করিম পার্টওয়ারী সড়ক, জেলা কার্যালয়ের সম্মুখ থেকে আহ্বায়ক বাবু লাল কর্মকার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
এছাড়া রাত ৯টায় স্থানীয় এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি হাউজে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালায় অংশ নেন আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, নাজির উদ্দিন, দিলীপ দাস ও খালেদ মাহমুদ-সহ বাজুস’র জেলা শাখার সদস্যবৃন্দ।