স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা পরিষদে কর্মরত সার্ভেয়ার নাছির উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় জনসাধারন ও জেলা পরিষদের সদস্যগন চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অসদাচরনের বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। সদস্যগনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১০অক্টোবর-২০২৩ ইং তারিখ স্বারক নং- ৪৬.৪২.১৩০০.১০১.১০.০৬৫.২৩-৪৭৭ এর আলোকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনকে অন্যত্র বদলী ও তদস্থলে একজন সার্ভেয়ার পদায়নের সুপারিশ করেন।
সার্ভেয়ার নাছির উদ্দিন নিজ জেলা চাঁদপুরে ২০১৩ সাল থেকে কর্মরত রয়েছেন। নিজ জেলায় কর্মরত থাকার কারনে স্থানীয় অনেকের সাথে তার সখ্যতা গড়ে উঠায় জেলা পরিষদের সম্পত্তি রক্ষনাবেক্ষন ও সরকারের অন্যান্য কাজে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
উক্ত বদলীর সুপারিশের অনুলিপি বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বরাবরে প্রেরন করা হয়েছে।এমতাবস্থায় জেলা পরিষদের সদস্যদের লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বিধায়, সার্ভেয়ার নাছির উদ্দিনকে অন্যত্র বদলী ও তদস্থলে একজন সার্ভেয়ার পদায়ন করতে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মনোয়ার হোসেন সুপারিশ করেছেন।