এম. সাইফুল মিজান, কচুয়া: কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. আব্দুল বারেক প্রধান (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদপুর সদর থানায় অক্টোবর মাসে হামলা ভাংচুর ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে তাকে রবিবার সন্ধ্যায় বাইছারা বাজার থেকে গ্রেফতার করা হয়। যার মামলা নং-২০।
কচুয়া থানার ওসি তদন্ত মো. জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল বারেক প্রধানকে গ্রেফতারের পর সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে আব্দুল বারেক মেম্বার এর বিরুদ্ধে কোন মামলা নেই দাবী করে তার দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন তার পরিবার।