মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৪

21.7 C
Bangladesh
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
spot_imgspot_img

মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ২১শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি ২১শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি সন্ধ্যা ৭:২৪

সংবাদ শিরোনাম
#একনেকে ১ হাজার ৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন#ঝুঁকিপূর্ণ গাছ নিয়ে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী#যাত্রীবাহি জৈনপুর এক্সপ্রেস বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১, আহত ১০#মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে#জাহাজে ৭ খুনের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি#দ্রুত গতিতে বাইক চালানো জুলহাসের প্রাণ কেড়ে নিলো বোগদাদ বাস#কচুয়ায় আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক মেম্বার গ্রেফতার#শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী’র মৃত্যু#শাহরাস্তিতে সেচ প্রকল্পে নির্বাচনের মাধ্যমে ম্যানেজার নির্ধারণে কৃষকদের মানববন্ধন#ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাবিবুল বাশার সুমন

দ্রুত গতিতে বাইক চালানো জুলহাসের প্রাণ কেড়ে নিলো বোগদাদ বাস

হাজীগঞ্জ প্রতিনিধি: দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো জুলহাস খানের(২৭) প্রাণ কেড়ে নিলো বোগদাদ বাস।

২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাকিলায় এক সড়ক দুর্ঘটনায় জুলহাস বাইক থেকে ছিটকে পড়েন।

হাজীগঞ্জ থানার এস আই জয়নাল আবেদীন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। শুনেছি জুলহাস খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলো। পরে সে হাজীগঞ্জ থেকে বাকিলা যাবার পথে অপর দিক থেকে আসা বোগদাদ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তার মাথায় হেলমেট না থাকায় সে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং মারা যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি।

পুলিশ সূত্র জানায়, নিহত জুলহাস খান হচ্ছেন চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগীর খান বাড়ীর বাসিন্দা। তার পিতা হচ্ছেন মৃত আব্দুল জলিল খান ও মাতা আয়েশা বেগম। সে পরিবারে ২ ভাই ও ৩ বোনের মধ্যে জুলহাস সবার ছোট।

পরিবারের আহাজারির মধ্য দিয়ে জুলহাসের মা আয়শা বেগম বলেন,জুলহাসের হাজীগঞ্জে একটি বেকারি ও একটি কনফেকশনারী রয়েছে। সেইগুলোর জন্য মাল কিনতেই সে বাকিলা আসছিলো। পথেমধ্যেই এই ঘটনা ঘটলো। এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জের ওসি মহিউদ্দিন ফারুক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জুলহাসের পরিবারের থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,100SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ