হাজীগঞ্জ প্রতিনিধি: দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো জুলহাস খানের(২৭) প্রাণ কেড়ে নিলো বোগদাদ বাস।
২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাকিলায় এক সড়ক দুর্ঘটনায় জুলহাস বাইক থেকে ছিটকে পড়েন।
হাজীগঞ্জ থানার এস আই জয়নাল আবেদীন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। শুনেছি জুলহাস খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলো। পরে সে হাজীগঞ্জ থেকে বাকিলা যাবার পথে অপর দিক থেকে আসা বোগদাদ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তার মাথায় হেলমেট না থাকায় সে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং মারা যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি।
পুলিশ সূত্র জানায়, নিহত জুলহাস খান হচ্ছেন চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগীর খান বাড়ীর বাসিন্দা। তার পিতা হচ্ছেন মৃত আব্দুল জলিল খান ও মাতা আয়েশা বেগম। সে পরিবারে ২ ভাই ও ৩ বোনের মধ্যে জুলহাস সবার ছোট।
পরিবারের আহাজারির মধ্য দিয়ে জুলহাসের মা আয়শা বেগম বলেন,জুলহাসের হাজীগঞ্জে একটি বেকারি ও একটি কনফেকশনারী রয়েছে। সেইগুলোর জন্য মাল কিনতেই সে বাকিলা আসছিলো। পথেমধ্যেই এই ঘটনা ঘটলো। এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জের ওসি মহিউদ্দিন ফারুক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জুলহাসের পরিবারের থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।