ফরিদগঞ্জ প্রতনিধি : ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি ধর্ষন মামলার মূল আসামী মেহেদী হাসানকে আটক রেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। আটককৃত আসামী মেহেদী হাসান উপজেলার প্রত্যাশী গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর দিকনির্দেশনায় ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলমের তত্বাবধানে থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো: মাহাবু্ুবুল ইসলাম ও এ,এসআই জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামালার মূল আসামী মেহেদী হাসানকে আটক করেছে থানা পুলিশ।
এ প্রসঙ্গে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, আটককৃত ধর্ষন মামলার মূল আসামী মেহেদী হাসানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।