মতলব প্রতিনিধি: আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো” এর প্রতিপাদ্যকে ধারণ করে সৎ সঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক লোকমান হোসেন হাবিবকে সভাপতি ও নাট্যকার নূর আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি হল রুমে এ কমিটি গঠন করা হয়েছে।
এর আগে অন্যায়,অত্যাচার, জুলুম নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা করা হয়েছে।
এতে প্রধান আলোক হিসেবে বক্তব্য দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও অফিসার ইনচার্জ কবি সেলিম মিয়া। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন- সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, দোয়েল সংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক দিলিপ কুমার ঘোষ, নট মঞ্চের সভাপতি পিএম বিল্লাল, মতলব উত্তর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন প্রমুখ।
সভায় সভাপতি করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের জেলা আহব্বায়ক সাংবাদিক লোকমান হাবিব ও পরিচালনা করেন নূর আলম।
সভায় বক্তারা বলেন সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে পাল্টে যেতে পারে জীবনযাত্রা। যার যেটুকু সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়ানোর আহবান জানান। সৎভাবে জীবন যাপন গড়ি সমাজকে কলুষ মুক্ত করি এটাই হোক সবার অঙ্গিকার।
তারা আরো বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে মাদক, সামাজিক অবক্ষয় নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ প্রতিরোধে আন্দোলন গড়ে তুলবো।