কচুয়া প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিউ) এর মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও কচুয়ার সরাইলকান্দি গ্রামের অধিবাসী রফিকুল ইসলাম রনির উদ্যোগে বেসরকারী পর্যায়ে বৃহৎ আকারে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সংগঠন উট-গকঞ ২০ ঋঙটঘউঅঞওঙঘ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, নগদ অনুদান ও গুণী ব্যাক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে কলাকোপা এশা-প্রিতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১ থেকে ৬ নং ইউনিয়নের ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২০৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। পরবর্তীতে ১৩ ডিসেম্বর একই স্থানে কলাকোপা পার্কে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানের আয়োজক ও বিশিষ্ট শিক্ষানূরাগী মো. রফিকুল ইসলাম রনির হাত থেকে কচুয়া উপজেলার ৬টি ইউনিয়নের ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে রাগদৈল রেনেসাঁ আইডিয়াল একাডেমীর ৫ম শ্রেনির শিক্ষার্থী নুসাইবা আক্তার প্রথম স্থান অর্জন করে সার্টিফিকেট ও নগদ অর্থ সহায়তা পুরষ্কার পান। এছাড়া এ বিদ্যালয়ের অপর শিক্ষার্থী মুনতাসীর সোহান টেলেন্টপুল ও তাসপিয়া আক্তার সাধারন গ্রেড এ বৃত্তি লাভ করে।
রেনেসাঁ আইডিয়াল একাডেমীর সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মনির হোসেন ও পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, রাগদৈল বাজার সংলগ্ন মনোরম পরিবেশে রাগদৈল রেনেসাঁ আইডিয়াল একাডেমীটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষার্থীরা শতভাগ ফলাফল অর্জনসহ টেলেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে বিদ্যালয়টির সুনাম ধরে রেখেছে। বিশেষ করে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি ও অন্যান্য বৃত্তিতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেরা হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের এই শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অভিভাবকসহ এলাকাবাসীর সহযোগিতা চাই।