স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা মাঠে এই সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ ওচমান গনি পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ নেতা খাজে আহম্মেদ মজুমদার প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।