স্টাফ রিপোর্টার: চাঁদপুরের হাজীগঞ্জে আলোচিত মাদ্রাসা ছাত্র কাউছার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২১ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আলোচিত মাদ্রাসা ছাত্র কাউছার হত্যার সাথে জড়িত খুনিদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবী জানান তারা। এছাড়াও এই হত্যা মামলার পুনরায় তদন্ত করে আসল খুনিদের চিহ্নিত করার দাবি জানান।
উল্লেখ্য: গত ২১ এপ্রিল সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মাস্টার পাড়ার আজিজুর রহমানের নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে মোঃ মোস্তফা কামালের ছেলে
মাদ্রাসা ছাত্র হাফেজ আবদুল্লাহ আল কাওছার (১৭) এর লাশ পাওয়া যায়।