স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মাণ করেন ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ূন প্রধানীয়া। এমনটাই অভিযোগ খোদ ওই স্কুলের প্রধান শিক্ষক ও এলাকাবাসীর।
সরোজমিনে গিয়ে দেখা যায়, মুন্সিরহাট বাজারস্থ স্কুলের পূর্ব পাশে মতলব পেন্নাই সড়কের সাথে স্কুলের জায়গা দখল করে টিনশেড একটি দোকান নির্মাণ করা হয়েছে। এ সময় উপস্থিত লোকজনের কাছে জানতে চাইলে তারা জানান দীর্ঘদিন যাবত দেখে আসছি এই জায়গাটি স্কুলের।
এবিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন প্রধানীয়ার সাথে কথা বললে তিনি জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন আমার জ্যাঠা তোফাজ্জল হোসেন প্রদানিয়া। এই উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি আমাদের বাপ-দাদার সম্পত্তি। মৌখিক ভাবে দেওয়া হয়েছে কিন্তু কাগজে কলমে দেওয়া হয়নি। আর এখানে আমাদের সম্পত্তিতে দোকান নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মাণ করা হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, হুমায়ুন কবির প্রধানীয়া স্কুলের জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করার বিষয়ে কমিটির সভাপতি ও সদস্যদেরকে জানানো হয়েছে। যেহেতু তিনি দাবী করছেন তারা জমি দাতা এবং তাদের পৈত্রিক সম্পত্তির উপর দোকান উত্তোলন করেছেন তাই তাকে অনুরোধ করে বলা হয়েছে স্কুলের জায়গার নির্ধারন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখেন। জায়গা আপনাদের হলে পরে দোকান উত্তোলন করতে পারবেন।