স্টাফ রিপোর্টার: নির্বাচন অবাধ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য নির্বাচনমুখী ১৪ দল এবং জাতীয় পার্টির সাথে আলোচনা হয়েছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা নির্বাচন করছে তাদের মাঝে একটি ঐক্য দরকার। তবে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব। এ সময়ে নির্বাচন নিয়ে বিদেশি চাপ প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র চাইলেই বাংলাদেশের উপর একতরফা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
বৃহস্পতিবার বিকেলে (৭ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মত বিনিময়।
ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ বন্ধুহীন নয়, বাংলাদেশের জন্য চরমপন্থী অবস্থানের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মতভেদ আছে বলেও দাবি করেন তিনি৷।
নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনমুখী দল গুলোর সাথে বৈঠকের কথাও জানান ওবায়দুল কাদের। উঠে আসে জাতীয় পার্টির সাথে বৈঠকের বিষয়।নির্বাচন বাঞ্চালের জন্য বিএনপি আগুন, সন্ত্রাস আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলেও শঙ্কা জানান তিনি।