সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫:১২

25.2 C
Bangladesh
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
spot_img

সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ২০শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি ২০শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি বিকাল ৫:১২

সংবাদ শিরোনাম
#মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি বাল্কহেডসহ আটক ৯#২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ#যারা নিজেকে বিএনপি বলে দাবি করে আবার দলের সাথে মুনাফিকি করে তারাও আওয়ামী লীগের দোসর#ফরিদগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ৪ আসামী আটক#বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : তৌহিদ#শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন#মতলব উত্তরে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন#মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা বহু যাত্রীর#ওয়াসিম পাটওয়ারীর মায়ের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত#হাওলাদার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

ইউনিয়নবাসীর প্রত্যাশা ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলেই নিজেকে ধন্য মনে করতে পারবো

স্টাফ রিপোর্টার: ইউনিয়নবাসীর প্রত্যাশা ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলেই নিজেকে ধন্য মনে করতে পারবো। কারন আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে ও জনগণের বিশ্বাস ও ভালোবাসার কারনে আজ আমি ইউপি চেয়ারম্যান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। টানা ৩বার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মোটেই সহজ বিষয় নয়। যা জনগণের আস্থা ও ভালোবাসায় অর্জন করা সম্ভব হয়েছে। মতলব দক্ষিণ উপজেলার বহুল পরিচিত এই ইউনিয়নে আমার চেয়েও বহু যোগ্য ও সম্মানীত লোক ছিল কিন্তু আল্লাহ রহমত ও বিপদে-আপদে সবসময় মানুষের পাশে থাকার কারণে জনগণ ইউনিয়নের যাবতীয় উন্নয়ন ও তাদের সেবা করার গুরুদায়িত্ব আমার উপর অর্পিত করে। আমি হয়তো জনগণের আস্থার প্রতিদান শতভাগ দিতে পারিনি, কিন্তু আমি এলাকার উন্নয়ন ও জনকল্যাণের জন্য দিনরাত কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এতে আমি একদিকে কিছু  লোকের ষড়যন্ত্রের শিকার হয়েছি অন্যদিকে এর চেয়ে অনেক অনেক বেশি জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। যার জন্য আজ আমি ইউনিয়নবাসীর জন্য কাজ করতে উৎসাহ পাই। এমনই  অভিব্যক্তি প্রকাশ করেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহ।

চাঁদপুর জেলার অন্যতম নিরহংকারী ও সাদা মনের জনপ্রতিনিধি মোঃ শহিদ উল্যাহ। চাঁদপুর-২নির্বাচনী আসনের সাংসদ বাংলাদেশ সরকারের সাবেক ত্রানমন্ত্রী, বৃহত্তর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার গণমানুষের নেতা উন্নয়নের রুপকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি’র স্নেহধন্য। যিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি শুরু করে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে।

তিনি বিগত জাতীয় সংসদ  নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর নৌকার পক্ষে সকল ইউনিয়নের চেয়ে তার ইউনিয়নে সর্বোচ্ছ ভোট নিশ্চিত  করেন। সকলের আস্থার প্রতিদান দিতে যিনি বিভিন্ন প্রতিকুলতার মাঝেও অনেক সময় শারীরিক অসুস্থ্যতা নিয়ে কাজ করে যাচ্ছেন বিরতিহীনভাবে। জানা যায়, মোঃ শহিদ উল্যাহ সব কিছুর উর্ধ্বে একজন জনবান্ধব জনপ্রতিনিধি। তিনি বুঝতে পেরেছেন তার উপর দায়িত্ব কতটুকু এবং কিভাবে তা পালন করবেন। স্থানীয় সাংসদের স্নেহতলে থেকে ইউনিয়নকে গ্রামীন অবকাঠামোগত ও সমস্যামুক্ত করতে চিন্তায় মগ্ন থাকেন তিনি। রাজনৈতিক চিন্তা চেতনা সামলে তিনি এই ইউনিয়নকে উন্নয়নের সমান্তরালে রাখতে চান। সরকারী বরাদ্ধের সঠিক বাস্তবায়ন ও গ্রামীন জনগোষ্ঠির মৌলিক চাহিদা পূরণে তার তীক্ষ্ণ নজর দেওয়া সবচেয়ে বড় কাজ। তিনি বৃহত্তর মতলবের উন্নয়নের রুপকার, জনবান্ধন নেতা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ১২ বছরে নতুনভাবে প্রায় ১০ কিলোমিটার কাঁচা রাস্তা, প্রায় ১০ কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত, প্রায় ৩০ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরন ও মেরামত করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২/১৩টি বহুতল ভবন, ৩২টি ব্রীজ কালভার্ট নির্মাণ করেন। যাতে জনসাধারণ স্বাভাবিকভাবে সরকারের দেওয়া উন্নয়ন ভোগ করতে পারে।

তিনি তার ব্যক্তিগত ও পৈত্রিক সম্পত্তি মিলে ৯০শতাংশ সম্পত্তি হাসপাতাল, মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেন।

জানা গেছে, এই প্রবীন চেয়ারম্যান তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে স্বচেষ্ট থাকেন। একদিকে সরকারের উন্নয়ন তদারকি ও বাস্তবায়ন, অন্যদিকে জনগণের চাহিদা পূরনে নিজেকে দায়িত্ববান ভেবে কাজ করা। জনগণের সুখ-দুঃখ, অভাব অভিযোগ দেখতে ও শুনতে প্রতি মুহূর্তে নিজেকে সজাগ রাখছেন। 

তিনি জানান, জনকল্যাণে কাজ করতে পারলে ভালো লাগে, তাই এত খাটাখাটি করি। এছাড়া জনপ্রতিনিধি হিসেবে এসব কাজ করা আমার দায়িত্ব। 

মোঃ শহিদ উল্যাহ একজন অভীজ্ঞ জনপ্রতিনিধি। যার কারনে এলাকাবাসী ও নীতি নির্ধারকদের আস্থা অর্জন করে ইউনিয়নবাসীর সেবা প্রদান করতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টানা ৩ বার। অত্যান্ত মেধাবী ও কর্মঠ গুনের পাশাপাশি সৎ ও আদর্শের ছায়া তার মূল হাতিয়ার। বিরতিহীনভাবে এলাকায় থেকে জনগণ সুস্থ ও ভালো থাকার জন্য সরাসরি কাজ করে চলেছেন। সরকারের বরাদ্ধকৃত বিভিন্ন ভাতা ও ত্রাণ সামগ্রী যথাযথভাবে পাপ্য ব্যক্তির কাছে পৌছে দিতে কাজ করছেন। যার জন্য অনেক সময় বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কিন্তু তার উপর দায়িত্ব পালনে তিনি কখনো পিছপা হননি। ব্যক্তিগত জীবনে তার তেমন কোন পিছুটান না থাকায় তিনি তার আদর্শকে কখনো বিসর্জন দেন নি। যার জন্য তাকে ইউনিয়নবাসী অত্যান্ত ভালোবাসে বলে জানা গেছে। তার উপর গুরু-দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলে জানান। এ জন্য তিনি সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,100SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ