স্টাফ রিপোর্টার।। চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি/ সাধারণ সম্পাদক শহর ও জেলা ছাত্রদল চাঁদপুর, মোঃ রাফিউস সাহাদাত পাটওয়ারীর মা মরহুমা ফরিদা খানমের ৮ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমা চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে রহমান ফ্লাওয়ার জামে মসজিদ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,মরহুম এ,বি,এম আলহাজ্ব আ: হালিম পাটওয়ারী সহধর্মিণী বেগম ফরিদা খানম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী দোয়া মোনাজাতের আয়োজন করেন।
দোয়া অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন, রহমান ফ্লাওয়ার জামে মসজিদ ইমাম মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এসময় বাবা,মা, এবং সকল মৃত আত্মার মাগফিরাত কামনায় ও দেশে-প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুসলিম উম্মাহের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবরক বিতরণ করা হয়।