স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ হাওলাদার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার রাতে হাওলাদার জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়। রাত ১১ টায় মাদ্রাসার ৩৮ জন কোরআনের হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেয়া হয়।
প্রধান মেহমান হিসেবে ছাত্রদের পাগড়ি পরিয়ে বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এবং নানুপুরি হযরতের বিশিষ্ট খলিফা মাওলানা ড. মুশতাক আহমেদ। পাগড়ি প্রদান ও তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করেন, হাওলাদার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে প্রতিষ্ঠাতা-সভাপতি এবং চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।
হাওলাদার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আশেক এলাহীর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন, নাটোরের সিংড়া বাসস্টেশন জামে মসজিদের খতিব ও মুফাচ্ছিরে কুরআন হাফেজ মাওলানা আব্দুল মাজিদ, বিশেষ বক্তা ছিলেন, চাঁদপুরের ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব ও বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার মুতামিম মাওলানা মুফতি মাহবুবুর রহমান। এছাড়াও তাফসীরুল কুরআন মাহফিলে আরো বহু ওলামায়ে কেরাম গণ তাশরিফ আনেন। ওয়াজ মাহফিলে এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।