ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মো: তাজুল ইসলাম পাটওয়ারীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
আটকৃত সাজাপ্রাপ্ত আসামী মো: তাজুল ইসলাম পাটওয়ারী উপজেলার চৌরঙ্গা এলাকার আলী রেজা পাটওয়ারীর ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, শনিবার (২১ ডিসেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএমের দিক নির্দেশনায় ও ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলমের তত্বাবধানে থানায় কর্মরত এ,এসআই জুমায়েত হোসেন জুয়েল (নিরস্ত্র) সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চৌরঙ্গা এলাকা থেকে সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মো: তাজুল ইসলাম পাটওয়ারী সহ ৪ আসামীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
এ প্রসঙ্গে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, আটককৃত আসামীদের পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে।