মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৯ বছর পূর্তি উপলক্ষে মতলব উত্তরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলা প্রতিনিধির আয়োজনে রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর বাজারে চাঁদপুর খবরের মতলব উত্তর কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা ও দৈনিক গণমানুষের ভাবনার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী মো. রিপন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে রিপন সরকার বলেন, অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৈনিক চাঁদপুর খবর এর অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার। আমি আশা করি, দৈনিক চাঁদপুর খবর পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে।
তিনি আরও বলেন, দৈনিক চাঁদপুর খবর অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি পত্রিকাটির সফলতা কামনা করি এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খানের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি শামীম আহম্মেদ জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, দৈনিক কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক রুপালী বাংলাদেশের মতলব উত্তর প্রতিনিধি লিয়াকত হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, সংবাদ সারাবেলা পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি তুহিন ফয়েজ, দৈনিক স্বাধীন সংবাদের মতলব উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, পৌর যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু, রোবেল ঢালী, নুরে আলম নিঝুম।