স্টাফ রিপোর্টার: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশে আগামী ৬ বছরে ১শ’ ২০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে দায়িত্বরত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
বুধবার দুপুর চাঁদপুর পৌরসভার উদ্যোগে ”দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু” পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সাথে কথা বলেছি। এর মাধ্যমে শহুরের দরিদ্র জনগোষ্টির উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়ণের সম্ভাব্যতা নিরুপন করতে আলোচনা হয়েছে। আমরা আমাদের আশ্বাস অনুযায়ী এই কার্যক্রম চালিয়ে যাবো। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরণের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমরা এই প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্টির শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি এখানে আমরা এই প্রজেক্টের মাধ্যমে ভালো কিছু দেখতে পাবো।
এসময় চাঁদপুর পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিইডি’র যুগ্ম -সচিব মোঃ মাসুম পাটওয়ারী উপস্থিত ছিলেন।