রাসেল গাজী: গতকাল ১১ আগস্ট, বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন।
এ সময় জেলা প্রশাসক ইউনিয়নের উন্নয়ন অবকাঠামো তদারকিসহ ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ডিজিটাল সেন্টার, ভূমি অফিস, প্রায় ৪-৫০০ বছরের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ বিজড়িত পুরনো মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিঁনি ইউনিয়ন পরিষদের সামনে মাঠের পূর্ব পাশে একটি ফলজ বৃক্ষ রোপন করেন।
তাছাড়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, পুরনো মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করে তিনি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী এবং সংশ্লিষ্টদের প্রশংসা করেন। পরিদর্শন পূর্বে ইউনিয়ন পরিষদে গিয়ে পৌঁছালে পরিষদের চেয়ারম্যান পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরণ করে নেন।
ওই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা ও আইসিটি শাখা) এ. আর. জাহিদ হাসান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব কুদ্দুস আকন্দ রোকন (ভারপ্রাপ্ত), ভূমি কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।




