ষ্টাফ রিপোর্টার। চাঁদপুর কোস্টগাড গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম তানজিমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর সদর থানাধীন চর শফরমালী এলকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে ১৪০০ (এক হাজার চারশত) লিটার চোরাই ডিজেলসহ সিদ্দিকুর রহমান (৩৫) নামের ব্যক্তিকে আটক করা হয়।
রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।
প্রাথমিক জিঙ্গাসাবাদে জানায়, চোরাই ডিজেল বিক্রির জন্য মতলব উত্তর থেকে চাঁদপুর মোহনার উদ্দেশ্যে যাচ্ছিলো।
বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এই ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রেশমা খাতুন। পরবর্তীতে জব্দকৃত ডিজেল, ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার এবং আটক ব্যক্তিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।




