রাসেল গাজী : চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদের নির্দেশে এএসআই কফিল উদ্দিন সঙ্গীও ফোর্স নিয়ে বাগাদী চৌরাস্তা এলাকায় টহলরত অবস্থায় সিএনজিতে সন্দেহভাজন তাহমিনা আক্তার তানিসা ও তিন যুবককে আটক করেন।
শনিবার রাত আনুমানিক আড়াই টার সময় চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তায় চেক পোস্ট বসালে এ সময় সন্দেহভাজন একটি সিএনজি হতে তানিসাসহ তিন যুবককে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাজীপুরের সাবেক ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাইনুদ্দিন পাটোয়ারীর ছেলে ফাহিম (২২), ফাহিমের সহযোগী একই বাড়ির কাউছার (২১), অন্তর (২০) এবং চট্টগ্রামের আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিসা (১৭) ।
ঘটনার বিবরণে জানা যায়, ফাহিম মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের নিজ বাসা থেকে বাস যোগে চাঁদপুরে নিয়ে আসে। তারা আনুমানিক রাত ৮ টায় চাঁদপুর এসে পৌঁছায়। পরে বাগাদীর এক আত্মীয়ের বাসায় নিয়ে হুজুর ডেকে নাম মাত্র মেয়েটিকে বিয়ে করে। সেখান থেকে তারা ফরিদগঞ্জের পূর্ব গাজীপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে পুলিশের কাছে আটক হয়। মেয়েটি চট্টগ্রাম আলহাজ্ব হাবীবুল আলী গার্লস স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ও ঠিকাদার আবু তাহেরের একমাত্র মেয়ে।
রবিবার দুপুরে চাঁদপুর মডেল থানা পুলিশ উভয় পক্ষের অভিভাবকদের ডাকালে মেয়ের বাবা ঠিকাদার আবু তাহের মোবাইল ফোনে জানান, শনিবার থেকে আমার মেয়েকে খুঁজে না পাওয়ায়। আমি বাদী হয়ে চট্টগ্রাম পাহাড়তলী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত চারজন চাঁদপুর মডেল থানা হেফাজতে এবং মেয়ের অভিভাবক ও পাহাড়তলী থানা পুলিশ চাঁদপুর অভিমুখে।




