স্টাফ রিপোর্টার: জ্বালানী সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাতার উর্ধ্বগতির প্রতিবাদে ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট ২০২২ইং, সোমবার বিকেল ৫টায় আশিকাটির গাবতলি থেকে বিক্ষোভ মিছিল বের করে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিন করে মতলব রোডের মাথায় সংক্ষিত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ ইউসুফ মিন্টু মিজির সভাপতিত্বে ও ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ হোসেন রিপন এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন, প্রধান বক্তা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল,সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তাফাজ্জল হোসেন, জেলা কৃষকদের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু,জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, কামরুজ্জামান হাসানাত, সামছুল আলম সূর্য, আরিফিন খান, অলি আহমেদ চৌধুরী, থানা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন গাজী, সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম খান নজু,যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, সৈয়দ হোসেন গাজী, জুলহাস আহমেদ, হাসান আল রিয়াদ, মহসিন খান, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার খান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক হারুন রশিদ সরকার, আশিকাটি এন যুবদলের সভাপতি বারেক খান বারী, সাধারণ সম্পাদক মমিন খান, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব, যুগ্ম আহ্বায়ক আল আমিন মাঝি, সোহাগ খান, আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, সাধারণ সম্পাদক মেহেদী পাটওয়ারিসহ থানা বিএনপির, যুবদল, ছাত্রদল, আশিকাটি ইউনিয়নের বিএনপিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।




