শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:০৭

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১:০৭

চাঁদপুরে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরে ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন অফিসার শহিদুল্লাহ। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শাহ জামাল।

তিনি বলেন, খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগ সফল করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যারা চাল ক্রয় করতে আসবেন, অবশ্যই সাথে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন। যারা খাদ্য বিভাগের দায়িত্¡ে রয়েছেন তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যাতে কোন রকম অনিয়ম না হয়। সারাদেশে আজ এই কার্যক্রম শুরু হয়েছে।

চাঁদপুর জেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে চাঁদপুর পৌর এলাকায় ১৫টি, বাহিরের ৬টি পৌরসভায় ২৪টি এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবি’র কার্ডধারীদেরকে ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দু’বার ৫কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে। জেলায় টিসিবি’র মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ১লাখ ৪৫হাজার ১শ’ ৪৭জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ