স্টাফ রিপোর্টার: শনিবার বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া হয় দুটি গোলা। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রদূত অং কিও মোয়েকে আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হবে বলে জানা যায়।

এর আগে গত ২৮ আগস্ট সীমান্তে মিয়ানমারের মর্টারের গোলা পড়ার ঘটনার জন্য রাষ্ট্রদূত তলব করা হয়। এর পড়ায় দশ দিন আগে একই ধরনের ঘটনার জন্য তাকে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বারবার একই ধরনের ঘটনা ঘটছে। আমরা সতর্ক আছি । এ বিষয়ে আমরা আগেও কড়া প্রতিবাদ করেছি। এবারও আমরা করা প্রতিবাদ জানাবো।




