প্রযুক্তি প্রতিবেদক: জন্ম সনদ কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের অনেকেরই অজানা নয়। আবার এমনও লোক আছে জন্ম সনদ কতটা গুরুত্বপূর্ণ সেটা জানে না। জন্ম সনদ কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি কাজে লাগে তা তুলে ধরার চেষ্টা করব।
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা উচিত। দেশের প্রত্যেক নাগরিকেরই অধিকার রয়েছে জন্ম নিবন্ধন এর মাধ্যমে জন্ম সনদ অর্জন করার। এর কারণ হলো একজন নাগরিক তার দেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে হলে জন্ম নিবন্ধন থাকাটা আবশ্যক।

জন্মসনদ না করলে যে সমস্যায়গুলোতে পড়তে হয়ঃ
ক) স্কুলে ভর্তিঃ-
প্রাথমিক স্কুল থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বয়স প্রমাণের জন্য জন্ম সনদের প্রয়োজন পড়ে। জন্ম সনদ না থাকায় অনেকে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না।
খ) জাতীয় পরিচয়পত্র তৈরিঃ-
দেশের প্রত্যেক নাগরিকের ভোটার অধিকার রয়েছে। তাই জাতীয় পরিচয়পত্র বা ভোটার হতে বয়স প্রমাণের জন্য আবেদন ফর্মের সাথে জন্ম সনদ জমা দিতে হয়। জন্ম সনদ ছাড়া একজন কখনো ভোটার হতে পারেনা। ভোটার হতে না পারলে একজন নাগরিক তার দেশের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
গ) পাসপোর্ট তৈরি করতেঃ-
পাসপোর্ট এর আবেদন করতে গেলে জন্ম নিবন্ধন এর প্রয়োজন হয়। পড়াশোনা, চাকরি, ব্যবসা ভ্রমণ এগুলোর জন্য আমাদের বিদেশ যেতে হয়। জন্ম সনদ না থাকলে পাসপোর্ট এ আবেদন করা যাবে না। আর আমরা এগুলো থেকে বঞ্চিত। Ebela 24
ঘ) ড্রাইভিং লাইসেন্স করতেঃ-
আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে চাই কিন্তু জন্ম সনদ না থাকলে কোনো ভাবেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যায় না। ড্রাইভিং শেখার জন্য বয়স হয়েছে কিনা জন্ম সনদ থেকে তা যাচাই করা হয়।
ঙ) চিকিৎসা সেবাঃ-
অনেক ক্ষেত্রে শিশু ভ্যাকসিন, ও অন্যান্য চিকিৎসা সেবা পেতে জন্ম সনদের প্রয়োজন পড়ে। সরকার কর্তৃক বিভিন্ন ভ্যাকসিন পেতে জন্ম সনদের প্রয়োজন হয়।
চ) সরকারি চাকুরির ক্ষেত্রে:-
বর্তমানে সরকারি চাকরি পেতে হলে জন্ম নিবন্ধন আবশ্যক। সরকারি চাকরির পরীক্ষা দিতে বয়স হয়েছে কিনা যাচাই বাছাই করতে জন্ম সনদের প্রয়োজন পড়ে।
ছ) সম্পত্তি ক্রয় বিক্রয় করতেঃ-
জমি ক্রয়-বিক্রয় করতে জন্ম সনদের প্রয়োজন পড়ে। জন্ম সনদ ছাড়া জমির রেজিস্ট্রেশন হয়না।
জ) বিয়ের নিবন্ধনঃ-
বিয়ের নিবন্ধ করতে গেলে জন্মসনদের প্রয়োজন পড়ে।দেশের নিয়ম অনুযায়ী বয়স হয়েছে কিনা তা জন্মসনদ দেখে যাচাই করে থাকে।
Our Facebook Page: Ebela 24




