স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তার এই অবসরে দেশের ক্রিকেট আঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুশফিকের সমর্থকরা সোশ্যাল সাইটে এ বিষয়ে মন্তব্য করেছেন ।বাকি ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
মুশফিকের অবসর নিয়ে সাকিব আল হাসান কোন প্রকার মন্তব্য করেননি। এ বিষয়ে সাকিব আল হাসানকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।
বাংলাদেশের হকিতে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লীগ। এ লিগে অংশগ্রহণকারী ‘মোনার্ক মাট’ নামে একটি দল রয়েছে। যার মালিক সাকিব আল হাসান। তিনি উক্ত লীগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় সাকিব আল হাসান জানান, হকির জন্য তার আবেগ এবং দায়িত্ববোধের কথা। উক্ত অনুষ্ঠানে তাকে ‘মুশফিকের অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুশফিকের বিষয়ে কথা বলবো না । আজ হকির কথা বলব।’

সম্প্রতি এশিয়া কাপে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছিলেন দলে মুশফিক থাকলে তার কাজ অনেক সহজ হয়ে যায়। তিনি আরো বলেছিলেন, মুশফিক উইকেট কিপিং করলে আমার অধিনায়কত্ব করা অনেক সহজ হয়ে যাবে। কারণ টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। এছাড়াও তিনি ফিল্ডারদের খুব সহজে পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তাই আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়।




