সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১১

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:১১

চাঁদপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনার পাড়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির আহাম্মেদ (১২) এর মৃত্যু হয়েছে। একই সময় ঘুরতে আসা আরও দু’শিশু পানিতে ডুবে গেলেও স্থানীয়রা তাদের উদ্ধার করে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৭টায় চাঁদপুর নৌ ফায়ার স্টেশন এর ডুবুরি  রাজিব হোসেন ও সহকর্মীরা শিশুর মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌছে। শিশুটি চাঁদপুর শহরে প্রফেসার পাড়া এলাকার সুমন মিয়ার ছেলে। নিহতের পিতা সুমন মিয়া রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট ময়না তদন্ত ছাড়াই মরদেহ নেয়ার জন্য আবেদন করলে, তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান। সাঁতার না জানা শিশুদের নদীতে নামতে দেয়া কোনভাবে ঠিক হচ্ছে না।

শুক্রবার বিকেলে অনেক লোকজন মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে। পর্যটন কেন্দ্রের পাশেই কর্তৃপক্ষ মেঘনা নদীতে সাঁতার দেয়ার জন্য একটি জোন তৈরী করেছে। সেখানে অনেক শিশু-কিশোর পানিতে নামে। তন্মধ্যে ৩জন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করলেও  আবির নামে শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের ফাইটার নুর মোহাম্মদ ভুঁইয়া জানান, নিহত শিশুর মা কোহিনুর আক্তার ৩ সন্তানকে নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। এর মধ্যে আবির পানিতে সাঁতার কাটতে গিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয়। খবর পেয়ে আমরা সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ৮টার দিকে আবিরকে উদ্ধার করি। পরে মোহনপুর পুলিশ ফাঁড়িতে শিশুর মরদেহ হস্তান্তর করে চলে আসি।

এবিষয়ে মোহনপুর পর্যটন লিমিটেড এর মালিক কাজী মিজানুর রহমান এর মোবাইল ফোনে কল করা হলে, তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতলব উত্তর থানার ওসি মো: মহিউদ্দিন বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশু মৃত্যু হয়েছে এমন কোন তথ্যই আমার কাছে নেই। এমনকি কেউ আমাকে জানায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ