স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রা বাজারে কবুতরের হাট দখল করে দোকান নির্মাণ করেছেন ওই বাজারের ব্যবসায়ী শরীফুল ইসলাম।
শরীফুল ইসলাম (৪০) ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মনিরুল হকের ছেলে। তিনি চান্দ্রা বাজারে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে আসছেন। সেই সুবাদে প্রভাব খাটিয়ে বাজারের গুরুত্বপূর্ণ একটি গলি, যেখানে বাজারের দিন অস্থায়ীভাবে কবুতরের হাট বসতো। সেই কবুতরের গলিটি দখল করে রাতের আধারে করেছেন দোকান নির্মান। বর্তমানে গলিটি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে । এ বিষয়ে বাজার ব্যবসায়িদের সাথে কথা বললে তারা জানায়, শরীফুল ইসলাম কোন এক অদৃশ্য শক্তির ক্ষমতা বলে সরকারি খাস জায়গা দখল করে এ দোকান নির্মাণ করেন।
জানা যায়, বিষয়টি উপজেলা এসিল্যান্ড অবগত হলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দোকানটিতে তালাবদ্ধ করার নির্দেশ প্রদান করেন। সেই মতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর এসে তালাবদ্ধ করে দিয়েছেন।
দখলকৃত সম্পত্তির তফসিল ফরিদগঞ্জ উপজেলার ৭৭ নং খাড়খাদিয়া মৌজার খতিয়ান নং – ০১ , দাগ নং -৪৩২, পরিমাণ – ১১.২০ বর্গ মি.।
এবিষয়ে শরীফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি কোন প্রকার কথা বলতে আমি রাজি নই।




