স্টাফ রিপোর্টার: ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ অক্টোবর সোমবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেস এর আয়োজন করেন ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব ২০২২ উদযাপন কমিটির চেয়ারম্যান সাব্বির আজম।
মিট দ্যা প্রেস এ জানানো হয়, আগামী ১৩-১৫ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় সারা দেশের ৩২ বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার বিতার্কিক ও বির্তক অনুরাগী অংশ নেবে। হবে বির্তক নিযে কর্মশালা, পলিসি বির্তক এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন দেশ সেরা বিতার্কিকবৃন্দ। এর থেকে দেশ সেরা বিতর্ক প্রতিযোগিদের সম্মানিত করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস। জাতীয় বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজমের পরিচালনায় আসন্ন উৎসবটি স্বার্থক করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সহ সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, রহিম বাদশা প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




