সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৬

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:১৬

ফরিদগঞ্জ পাইকপাড়া ইউপি নির্বাচনে পুনরায় ফুটবল প্রতীকে নির্বাচিত হতে চান মো: ইমরান হোসেন তালুকদার (ভিডিও)

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ এমরান হোসেন তালুকদার ওয়ার্ড বাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি পাইকপাড়া ইউপি নির্বাচনে পুনরায় ফুটবল প্রতীকে নির্বাচিত হতে চান।

তিনি গত নির্বাচনে ফুটবল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করে ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা মার্কা প্রতীক নিয়ে ১৮৪ ভোট পান। এ নির্বাচনেও তিনি ফুটবল মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ওয়ার্ডে মোট পুরুষ ও মহিলা মিলে ২৪৯২ ভোটার সংখ্যা রয়েছে।মোঃ এমরান হোসেন তালুকদার বলেন, আমি আমার গত পাঁচ বছর এ ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন কালে সরকারের দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিতে গিয়ে কারো কাছ থেকে ১০ টা টাকাও নেই না। এই ওয়ার্ডে গত পাঁচ বছরে বয়স্ক ভাতা ১৫ টি, প্রতিবন্ধী ভাতা ১৬ টি, বিধবা ভাতা ৩ টি সহ ভিজিডি কার্ড ১২ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে দিয়েছি। তিনি আরো বলেন ওয়ার্ডের বিভিন্ন বাড়ির সামনের ১৫ টি রাস্তা ইট বিছানোর মাধ্যমে সলিং করা হয়েছে। চেষ ড্রেন ২টি, ডিপকল ১৬ টি বসানো সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম আমার সাধ্য অনুযায়ী বিভিন্ন সময় বিতরণ করেছি।

এছাড়া তিনি বলেন, ওয়ার্ড বাসী যদি আমাকে এবার নির্বাচনে পুনরায় নির্বাচিত করে তাহলে এ ওয়ার্ডে আমার অসমাপ্ত যেসকল কাজ রয়েছে তা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার প্লান রয়েছে প্রত্যেকটি বাড়ির রাস্তা ইটের সলিং করা সহ এ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করা। সেজন্য ওয়ার্ড বাসীর কাছে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ভোটের দিন আমাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে বিজয়ী করার জন্য সকলের কাছে আমি দোয়া কামনা করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ