চাঁদপুর প্রতিনিধি : ”দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”এই স্লোগানে চাঁদপুরে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ে উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে দুর্ঘটনা রোধে অগ্নি নির্বাপনের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।




