স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের বঙ্গবন্ধু সড়কের মাঝে মাঝে পাশ ঘিরে চলছে রেলওয়ের সম্পত্তি নানা কৌশলে দখলের হিরিক! এমনটাই খবর পেয়ে বঙ্গবন্ধু সড়কে ছুটে যান চাঁদপুর জেলা রেলওয়ের দুই প্রতিনিধি।
৬ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ২ টায় দখলের খবর পেয়ে বঙ্গবন্ধু সড়কে রেলওয়ের দুই প্রতিনিধি সরেজমিনে পরিদর্শনে যান। ওই দুই প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখেন বেশ কয়েকটি স্থানে কিছু সংখ্যক মানুষ স্থাপনা নির্মাণে দখল করে রেখেছে এবং কিছু স্থানে দখলের চেষ্টা চলছে। এর মধ্যে মোঃ এনায়েতুল্লাহ পিতা-মৃত মোঃ আব্দুল মুকুল বেপারী সাং রেলওয়ে পাকা কলোনি, মোঃ কাউসার সাং বঙ্গবন্ধু সড়ক, মুস আব বিন উমাইর (রঃ) মসজিদ নির্মাণে দখল করে রেখেছে। প্রতিষ্ঠানটিতে সভাপতি তাফাজ্জল ও সাধারণ সম্পাদক শিমুল দায়িত্ব পালন করছেন। এছাড়া মোঃ কাকন গাজী পিতা মিজান গাজী সাং তরপুরচন্ডি কর্তৃক স্থাপনা তৈরির মাধ্যমে দখলের চেষ্টা চলছে।
নিরাপত্তা বাহিনীর ইনচার্জ খোরশেদ আলম এবং রেলওয়ের ওয়ার্ক সুপারভাইজার মোঃ সোলায়মান এই দুই প্রতিনিধি জানান, আমরা খবর পেয়েছি যে বঙ্গবন্ধু সড়কে রেলওয়ের সম্পত্তি দখল হচ্ছে। খবর পেয়ে আমরা সরে জমিনে পরিদর্শনে আসি। এসে দেখেছি স্থাপনা নির্মাণে দখল করার চেষ্টা হচ্ছে এবং কিছু স্থানে দখল হয়েছে। আমরা তাদের কাছে বৈধতার কাগজপত্র চাইলে তারা দেখাতে পারেনি। তাই তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলেছি এবং যদি তাদের বৈধ কাগজপত্র থাকে তাহলে তা অফিসে নিয়ে আসার জন্য বলা হয়েছে। আমরা এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করব।




