স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে বিপুল পরিমান অস্ত্রসহ ১৩ ডাকাতকে নৌ পুলিশ আটক করেছে।
শনিবার রাতে গোপন সংবাদে তাদেরকে মেঘনা নদী থেকে স্পিডবোটসহ আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১টি পাইপ গান ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- মুন্সীগঞ্জ জেলার সাব্বির মাঝি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল আমিন (২০), মো: ইমরান (২২), ফিরোজ মাঝি (২৬), জীবন বেপারী (২০), মো: আনোয়ার হোসেন (২৪), মো: জহিরুল ইসলাম (২৭), মুন্সীগঞ্জ জেলার মো. শাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার কাশেম বেপারী (২৪), আক্তার হোসেন (২২) ও মো: সালাহ উদ্দিন (২৮)।
মতলব উত্তর মোহনপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ডাকাত সদস্যদের এখলাছপুর এলাকার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরমতলবের আক্তার হোসেন (২২), আটক করা হয়েছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বিধায়, তাদের নিয়ে লুন্ঠিত মালামাল উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে মামলা রজু প্রক্রিয়াধীন।




