স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে এম.এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ জানুয়ারি, রবিবার ২০২৩ খ্রিঃ সকাল ১০ টায় বিদ্যালয়ের মনজুরুল হক মিলনায়তনে এই বই বিতরনী উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বছরের নতুন বই হাতে পেয়ে বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আনন্দের মধ্যদিয়ে উৎসব মুখর হয়ে ওঠে।
বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব।
এসময় তিনি বলেন, পড়া লেখার বিকল্প কিছু নেই। তোমরা সবাই পড়াশোনায় মনোযোগ দিতে হবে। তাহলে তোমরা ভালো কিছু করতে পারবে। আমার বাবা মরহুম এম এম নুরুল হক এই স্কুল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত আছেন। আমি আশা করছি তোমরা সে লক্ষ্যে এগিয়ে যাবে এবং সুন্দর ভাবে জীবন গড়বে। আজকে নতুন বছরের নতুন বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করব।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের স্কুলের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক। আপনাদের যত সমস্যা রয়েছে তা আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন। শিক্ষকরা তা সমাধান করে দিবেন। আপনারা বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে। বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে না করছে তারা পড়াশোনা করছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী আহসান মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট লেখক এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের সিনিয়র শিক্ষক জেসমিন মুন্নী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আশিকাটি ইউপি সদস্য মোঃ মহসিন মৃর্ধা প্রমুখ।
উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ বিল্লাল বেপারী, সংরক্ষিত নারী ইউপি সদস্য শিল্পী বেগম, সাবেক ইউপি সদস্য আলমগীর, অভিভাবক সদস্য সফিক গাজী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ মান্নান, ফয়েজ আহমেদ, মোঃ দেলোয়ার মুন্সী, বিশ্বজিৎ দাস, জৌতিষ সরকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।




