স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় চাঁদপুরেও বছরের প্রথম দিনে বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। এ উপলক্ষে রবিবার সকালে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জেলায় এবছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে ৬ লাখ ৮০ হাজার ৪ শ ৫৯ শিক্ষার্থী।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ বছর জেলায় ৪৯৭ টি প্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ বই বিতরণ করা হবে।




