স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে সরকার ঘোষিত বছরের প্রথম দিনে বই উৎসব পালন করা হয়েছে। এদিন কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাড়ী ফিরে।
গতকাল ১জানুয়ারী উক্ত প্রতিষ্ঠানের মিলনায়তনে বিনামূল্যে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য শামছুজ্জামান পাটওয়ারী, দাতা সদস্য সফিউল আলম সাইফুল পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন রনি, মহামায়া ফাস্ট এইড মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী প্রনয় রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ শীতল কুমার সহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।




