শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:২১

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১২:২১

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শুরু বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ক্রিকেটের পয়মন্ত ভেন্যু। প্রথম আইসিসি ট্রফিটা সেখানেই জেতে বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আনে টাইগার যুবারা। সেই দক্ষিণ আফ্রিকায় প্রথমবার বসেছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক দিশা বিশ্বাস বলেছিলেন, ‘(আকবর) ভাইয়েরা যেখান (দক্ষিণ আফ্রিকা) থেকে সাফল্য নিয়ে এসেছেন, আমাদেরও ওইভাবে পরিকল্পনা ও চিন্তাভাবনা আছে যে ভাইয়েরা যদি কিছু করতে পারেন, আমরাও পারবো। আমাদের লক্ষ্য ভালো খেলার, স্ট্যান্ডার্ড একটা ফল নিয়ে দেশে ফেরার।’ গতকাল শুরুটা দুর্দান্তই হলো বাংলাদেশের মেয়েদের। বেনোনিতে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দেয় দিশা বিশ্বাসের দল। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।


বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন তিনে নামা দিলারা আক্তার। ৪২ বলে ৭ চারে ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক-ব্যাটার।

রান তাড়ায় নেমে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন মিষ্টি সাহা। তবে আরেক ওপেনার আফিয়া প্রত্যাশার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন আফিয়া। প্রত্যাশার ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রান। দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। দলীয় ৭১ রানে প্রত্যাশার বিদায়ের পর বাকি কাজ সারেন স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের অবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। ১৮ বলে ২ চার ও এক ছক্কায় ২৩* রান করেন স্বর্ণা। ২৫ বলে ৫ চারে সুমাইয়ার অবদান ৩১

এর আগে টসে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ২২ রানে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফেরান অধিনায়ক দিশা বিশ্বাস। তবে তিনে নামা ক্ল্যারি মুরের হাফসেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ৫১ বলে ৭ চারে সর্বোচ্চ ৫২ রান করেন মুর। এলা হেওয়ার্ডের ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষ দিকে ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন অ্যানি স্মিথ। ৬ বলে ২ চারে ১২ রান আসে অধিনায়ক রিস মেকেনার ব্যাট থেকে। শেষ ২০ বলে ৩২ রান তুলেছে অস্ট্রেলিয়া দল।


৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার ডানহাতি পেসার দিশা বিশ্বাসের। আরেক ডানহাতি পেসার মারুফা আক্তার ৪ ওভারে ২৯ রানে নেন ২ উইকেট। লেগস্পিনার রাবেয়া খান ২৭ রানে নেন ১ উইকেট। ক্ল্যারি মুরকে আউট করে ৭৬ রানের জুটি ভাঙেন রাবেয়া। অফস্পিনার দিপা খাতুন কোনো উইকেট পাননি। তবে ৪ ওভারের স্পেলে মোটে ১৬ রান দেন তিনি। নিজেদের বোলিং ইনিংসে অতিরিক্ত খাতে মাত্র ১ রান খরচ বাংলাদেশের। যেখানে অস্ট্রেলিয়া ১৮ ওভারেই দিয়েছে ১৪ রান। দিনশেষে যা গড়ে দেয় বড় ব্যবধান।

১৬ দল নিয়ে এবারই প্রথম মাঠে গড়িয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের গ্রুপে (এ) রয়েছে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। চারটি গ্রুপ থেকে মোট ১২টি দল টিকে থাকবে সুপার সিক্স রাউন্ডের জন্য। সুপার সিক্স রাউন্ডকে আবার দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপের তিন দলের সঙ্গে ডি-গ্রুপের তিন দল নিয়ে গ্রুপ-১। আবার বি-গ্রুপের তিন দলের সঙ্গে সি-গ্রুপের তিন দল মিলে গ্রুপ-২। দুই গ্রুপের শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। ২৯শে জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর
টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৩০/৫ (ক্ল্যারি মুর ৫২, এলা হেওয়ার্ড ৩৫, অ্যানি স্মিথ ১৬, রিস মেকেনা ১২; মারুফা ২/২৯, দিশা ২/২৫, রাবেয়া ১/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮ ওভারে ১৩২/৩ (আফিয়া প্রত্যাশা ২৪, দিলারা আক্তার ৪০, স্বর্ণা আক্তার ২৩, সুমাইয়া আক্তার ৩১; ক্লোই আইনসওয়ার্থ, রিস মেকেনা ১/৩১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৭ উইকেটে জয়ী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ