স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্ মাহমুদপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারী হত দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
২২ মার্চ, বুধবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১১০ জন ভিজিডি কার্ডধারী হত দরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে চাল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের সচিব খুব দূরদর্শিতার মাধ্যমে প্রতিটি ভিজিডি কার্ডের ছবি, স্বাক্ষর, নিজ নাম ও স্বামীর নামের মিল আছে কি না তা পর্যবেক্ষণ করেন। তিনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করায় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ তাঁর প্রতি সন্তোষ প্রকাশ করেন। এভাবে কাজ করলে ইউনিয়ন পরিষদে কখনো অনিয়ম দুর্নীতি করতে কেহ সাহস করবে না বলে আশা করছেন সেবা নিতে আসা জনসাধারণ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ কবির হোসেন, হাবিবুর রহমান হাজি, শাহাদাত হোসেন, ইব্রাহীম তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য লাকি বেগম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।




