স্টাফ রিপোর্টারঃ বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
শুক্রবার ( ২৬ মে ) সকাল ৮ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১ হাজার দুই শত ৪২ জন সুবিধাভোগী ৩৬০ টাকার বিনিময় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশারি ডাল ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী। উক্ত বিক্রয় কার্যক্রমে ইউপি সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী বলেন, ইউনিয়নের স্বল্প আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বিশেষ টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। ইউনিয়নের কার্ডধারী সকলের মাঝে এই পন্য বিক্রয় করা হবে।
টিসিবির পণ্য বিক্রয় কালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, ইব্রাহীম তালুকদার, কবির হোসেন, শাহাদাত হোসেন, মহিলা সদস্য লাকি বেগম প্রমুখ।




