স্টাফ রিপোর্টার:চাঁদপুরে সিংহপাড়ায় চাঁদা না পাওয়ায় চারজনকে ফ্ল্যাটের ভিতরে বাহিরে দরজায় রেখে তালা মেরে অবরুদ্ধ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শহরের ৬ নং ওয়ার্ডের সিংহপাড়ায় গত ১ মাস পূর্বে মোঃ কামরুজ্জামান এর সাড়ে ৬ শতাংশ ভূমির হোডিং নং-১১১৯ তিন তলা বিশিষ্ট একটি বাড়ি খরিদ করেন মৃ:কুদ্দুস বন্দকশীর ছেলে প্রবাসী ফারুক বন্দুকশী। পূর্বের মালিক কামরুজ্জামানের পরিবার গত কাল ৯ জুন (শনিবার) সকালে নতুন মালিকের কাছে হস্তান্তর করে বাড়ির মালিকানা বুঝিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর প্রফেসর পাড়ার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন শেখ দলবল নিয়ে নতুন মালিকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নতুন মালিকের পরিবার ও তার সন্তানদেরকে ফ্ল্যাটের ভিতর রেখেই বাহিরে দরজায় তালা মেরে দেয়। পরে প্রবাসীর স্ত্রী সালমা বেগম ৯৯৯ ফোন করলে সন্ধ্যায় পূলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে তাদের কে উদ্ধার করে।
এই ঘটনায় সালমা বেগম অভিযুক্ত বিল্লালকে আসামি করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী বিল্লালের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য না দিয়ে কৌশলে শুটকি পড়ে।এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই কবির হোসেন জানান, ৯৯৯ ফোন পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে তালা ভেঙ্গে উদ্ধার করি। পরবর্তীতে বাদী পক্ষ মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




