সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৫

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:৪৫

চাঁদপুর বিষ্ণুদি আজমিয়া সপ্রাবি-এ দুর্ধর্ষ চুরি সংগঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভাধীন বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শনিবার রাতের কোন একসময় এই চুরির ঘটনাটি ঘটে। চোরের দল পাটোয়ারী বাড়ী জামে মসজিদের ইমাম সাহেবের কক্ষের পাশ দিয়ে বিদ্যালয়ের দোতলার একটি শ্রেণী কক্ষের জানালার গ্রিল ভেঙে রুম দিয়ে নিচে নেমে শিক্ষক মন্ডলীর কক্ষের জানালার গ্রিল ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে। তারা অফিসে শিক্ষকদেও টেবিলের ড্রয়ার ও আলমিরার সকল কাগজপত্র তছনছ করে টেবিলের উপর থাকা সরকারি দ’ুটি ল্যাপটপ ও শিক্ষকদের ড্রয়ার হাতিয়ে সর্বমোট প্রায় সাড়ে সাত হাজার টাকা নিয়ে যায়।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমা আক্তার সকাল বেলা প্রধান শিক্ষককে ফোন করে অফিস তছনছের কথা জানালে, প্রধান শিক্ষক হোসনে আরা তাৎক্ষণিক বিদ্যালয়ে গিয়ে মোবাইল ফোনে ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাছের বাচ্চু পাটোয়ারীকে চুরির ঘটনাটি সম্পর্কে অবহিত করেন।
মডেল থানার এসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকালেই ঘটনাস্থলে গিয়ে কিভাবে চুরি সংঘটিত হয়েছে তা পরিদর্শন করেন। এর পরপরই বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল মহোদয় বিদ্যালয়ে এসে পুলিশের সাথে কথা বলে চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা ও মালামাল (ল্যাপটপ দুটি) উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার সার্থে গুরুত্বপূর্ন স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করে দেবো।

এব্যাপারে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেনকে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে দেখা ও ভাঙ্গা গ্রীলগুলো মেরামতের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মির্জা জাকির, নিউজ ২৪ এর প্রতিনিধি খোকন কর্মকার, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি নেয়ামত হোসেন ও চাঁদপুর কন্ঠের প্রতিনিধি বিমল মজুমদার প্রমুখ।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেখে মনে হলো চুরির ঘটনাটি পরিকল্পিত। অভিযোগ সাপেক্ষে জড়িতদের আটক ও মালামাল উদ্ধারের জন্য তার ফোর্স কাজ করবে। বর্তমান ওসি ইতিপূর্বে চাঁদপুর পৌর এলাকায় বেশ ক’জন সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারে তার কর্মদক্ষতা দেখিয়েছেন। বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ দু’টি উদ্ধারেও তার ভূমিকা থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ