স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবস পালনের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ আগস্ট, মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে একবুক স্বপ্ন নিয়ে স্বপরিবারে ঘুমাচ্ছিলেন। হঠাৎ মধ্যে রাতে ততকালীন বিপথগামী কিছু সেনাসদস্য বঙ্গবন্ধুর ওপর অতর্কিত আক্রমণ চালায়। যার ফলে নিহত হোন জাতির জনক ও তার পরিবারের ১৬ জন সদস্য। ওই রাতটি ছিল বাঙ্গালীর জীবনের সবচেয়ে বড় দুঃক্ষজনক ও ভয়াবহ রাত্রি। যেই দিনটির কথা আজও ভুলতে পারেনি বাংলার মানুষ। এই দিনটিকে স্বরণ করে রাখার জন্য প্রতিবছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়। আজকে আমরা শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করব।
এছাড়া ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাশেম কারী, ইউপি সদস্য শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি হিসাব সহকারী আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আবু নোমান পাটোয়ারী, ইউপি সদস্য বিল্লাল হোসেন খান, জিয়াউর রহমান তপাদার, সোহেল পাটোয়ারী সোহাগ, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য লাকি বেগম সহ অন্যান্য ইউপি সদস্য বৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়নবাসি।
আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ সালাউদ্দিন।




