শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:১০

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১২:১০

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জুনায়েদ আহমেদ মজুমদার (১৫) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকারের দিকে পাড়ার সুফিয়া মঞ্জিলের ছাদে খেলাধুলা করতে গিয়ে বিদ্যুতের তারে হাত দিলে এদুর্ঘটনাটি ঘটে।
জুনায়েদ ওই বাসার বাড়াটিয়া বিজিবি ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর হোসেন মজুমদারের ছেলে। তাদের গ্রামের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার দলমগর গ্রামে। জুনায়েদ শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র।
প্রতিবেশী মারুফ জানান, প্রতিদিনই ওই বাড়ীর বেশ কিছু শিক্ষার্থী ছাদে খেলতে যায়। আজও তারা খেলতে গিয়েছিল। কিন্তু জুনায়েদ দুষ্টুমি করে বিদ্যুতের লাইনে হাত দিলে সেখানে গুরুতর আহত হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাসায় নিয়ে আসে।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জানান, সংবাদ পেয়ে আমাদের লোকজন গিয়েছে। আমাদের যাওয়ার পূর্বে স্বজনরা মরদেহ ছাদ থেকে নীচে নামিয়ে আনে। যেকারণে ঘটনার কোন দৃশ্য আমরা দেখতে পাই নাই। এই মহল্লার বিদ্যুৎ সরবরাহ লাইন গত এক সপ্তাহ পূর্বে নতুন করে টানা হয়েছে। যে কারণে তার গুলোর কভার এখনো লাগানো হয়নি, যা মহল্লাবাসীকে পূর্ব থেকেই সতর্ক করে দিয়েছি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো: মুহসীন আলম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ