স্টাফ রিপোর্টার: দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) কার্ডের চাল ও চলতি মাসে জাটকা আহরন থেকে বিরত থাকতে কার্ডধারী জেলেদের মাঝে স্পেশাল (বোনাস) চাল বিতরণ করা হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১১০ জন (ভিডব্লিওবি) ও ৪৮জন জেলে কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ইউপি সচিব এমএ কুদ্দুস আখন্দ রোকনের তত্ত্বাবধানে, ট্যাগ অফিসার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরছাল আহমেদ পর্যবেক্ষনে চাল বিতরণ উদ্বোধনকালো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, শাহাদাত মিজি, ইব্রাহিম তালুকদার, ইউপি’র হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন প্রমূখ।




