স্টাফ রিপোর্টার: গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে আলোচনায় আসন সমঝোতা। এ নিয়ে গত কয়েক দিনে ১৪ দলের কয়েকজন নেতাসহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাবেক মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীনরা। বর্তমান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এর মধ্যে তিনশ আসনে একক নির্বাচনের ঘোষণা দিলেও পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা চায় তারা। বুধবার রাতে এ নিয়ে রাজধানীতে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হলেও উল্লেখযোগ্য কোনও সিদ্ধান্ত জানা যায়নি সেখান থেকে।
সূত্র বলছে, আসছে নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতাসীনরা কী কী সুবিধা দেবে তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ টি নিবন্ধিত দলের মধ্যে ২৯ টি অংশ নিয়েছে। তবে মনোনয়ন তালিকা চূড়ান্ত হওয়ার পর দলের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দলের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, অংশ নেওয়া দলগুলোর মধ্যে অন্তত ২০ টি দল সরাসরি নৌকায় নির্বাচন করতে আগ্রহী৷ আর কিছু দল আওয়ামী লীগ ঘেঁষা হলেও নৌকা প্রতীক পাবেন না বলে এখন পর্যন্ত নিশ্চিত। (তথ্য সূত্র: সময় টেলিভিশন)




