ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০ বছর ধরে চলা বিএনপির প্রধান কার্যালয়ে এখন নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়। ৫ ডিসেম্বর বিকেলে বিএনপির সকল সাইনবোর্ড ব্যানার সরিয়ে নৌকার নির্বাচনী সাইনবোর্ড টাঙানো হয়৷ ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ জানান, আমরা ছোটবেলায় দেখেছি এটা বিএনপির অফিস। বিএনপির বড় জনসভা অনুষ্ঠান করছে। এখন আবার বর্তমানে দেখতে আছি আওয়ামী লীগের অফিস।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঝালকাঠি এক আসনে গত ৩০ নভেম্বর আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার মনোনয়ন পান আলোচিত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। এর আগে ঝালকাঠি এক আসনে বিএনপি থেকে নির্বাচন করে পাঁচবার সংসদ সদস্য ও একবারের প্রতিমন্ত্রী হন শাহজাহান ওমর। এরপরই ২০০৩ সাল থেকে মালিকানাধীন রাজাপুর উপজেলার বাইপাস মোড় সড়কের পাশে দুই তলা বিশিষ্ট ভবন উপজেলা বিএনপির স্থায়ী প্রধান কার্যালয় হিসাবে ব্যবহার হয়। তবে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ায় তাঁর মালিকানাধীন ভবন থেকে বিএনপির সকল সাইনবোর্ড ব্যানার সরিয়ে নৌকার নির্বাচন বোর্ড টাঙানো হয়। এর পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে।
এ বিষয়ে বিএনপি’র নেতাকর্মীরা বলেন, দুঃখের সাথে বলতে হয়, রাজাপুর উপজেলা বাইপাস মোড় এলাকায় যেখানে বিএনপির একটি অফিস দুঃখজনক হলেও সেই অফিসটি আজকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়। এটা খুশি হওয়া তো দূরের কথা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়।
উল্লেখ্য, দল পাল্টে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার পর থেকেই আলোচনায় ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। এবার বিএনপি অফিসে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় করায় নতুন করে আবারও আলোচনার জন্ম।




