গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই এর ঘটনা ঘটেছে। এ সময় ওসি অপারেশন সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, পীরগঞ্জ থানার ওসি অপারেশন মুস্তফা কামাল, এসআই বজ্র গোপাল এবং এএসআই এনায়েত হোসেন এবং কনস্টেবল জাহিদ। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর পীরগঞ্জের একটি জুয়েলারি থেকে ১৬ ভরির স্বর্ণ এবং ৯০ ভরি রূপা সহ নগদ অর্থ চুরি করে দুর্বৃত্তরা।
চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে কালিয়া করে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই আসামিকে আটক করলে ডাকাত মনে করে পুলিশের উপর হামলা চালায় স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় দুই আসামিসহ নয় জনকে আটক করেছে পুলিশ।




